বোমার আঘাতে জখম রাজ‍্যের মন্ত্রী , চিকিৎসাধীন এসএসকেএমে : তোলপাড় রাজ‍্য রাজনীতি

18th February 2021 9:57 am রাজ‍্য
বোমার আঘাতে জখম রাজ‍্যের মন্ত্রী ,  চিকিৎসাধীন এসএসকেএমে : তোলপাড় রাজ‍্য রাজনীতি


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : এবার বোমার আঘাতে গুরুতর জখম হলেন রাজ‍্যের শ্রম বিভাগের প্রতিমন্ত্রী , বিশিষ্ট শিল্পপতি মোঃ জাকির হোসেন । গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার এস এসকেএম এর ট্রমা কেয়ারে । পায়ে এবং হাতে মারাত্মক চোট লেগেছে বোমার আঘাতে । গোটা ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ‍্য রাজনীতি । গতকাল রাত্রে মুর্শিদাবাদ এর নিমতিতা রেল স্টেশনে মন্ত্রী জাকির হোসেন এর হামলা করে দুষ্কৃতীরা । মন্ত্রীর সাথে থাকা আরো একাধিক ব‍্যক্তি জখম হয়েছেন । কলকাতায় বৈঠকে যোগ দিতে আসার জন‍্য মন্ত্রী ট্রেন ধরার জন‍্য আসেন নিমতিতা স্টেশনে । গাড়ি থেকে নেমে স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় ই দুষ্কৃতীরা তাকে লক্ষ‍্য করে বোমা ছোঁড়ে । মুহুর্তে র মধ‍্যে লন্ডভন্ড হয়ে যায় এলাকা । মন্ত্রী সহ আহত সমস্ত ব‍্যক্তিকে নিয়ে যাওয়া হয় জঙ্গীপুর হাসপাতালে । অবস্থার অবনতি হবার ফলে আজ ভোরে মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে কলকাতায় । ঘটনার পরেই নড়েচড়ে বসেছে রেল পুলিশ । সিসিটিভি বা মন্ত্রীর সাথে থাকা ব‍্যক্তিদের মোবাইলে তোলা বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে । জানা গেছে , সবথেকে ক্ষতিগ্রস্ত মন্ত্রীর বাঁ পা । অস্ত্রপচার করা হবে । আরো ১০ জনের গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে । ৬ সদস‍্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । মন্ত্রী জাকির হোসেন এর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সুত্রে খবর । হাসপাতালে এসেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । সমস্ত বিষয় তদন্ত শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।